বিপিএল ফুটবলে জয় পেয়েছে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা সংসদ বিপিএল ফুটবলে সিলেটে দিনের হাইভোল্টেজ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ফলে টেবিলের ৩ নম্বরে উঠে এসেছে সাইফুল বারী টিটুর দল। এদিকে, নোয়াখালীতে আরেক ম্যাচে, বালো ফামৌসার জোড়া গোলে নবাগত নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ওয়েব ডেস্ক জমে উঠেছে ঢাকার বাইরের প্রিমিয়ার লিগের ম্যাচ। পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে ব্যস্ত দলগুলো। এবার সিলেটে সে লক্ষ্যেই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় শেখ রাসেল ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সিলেটে এদিন যতটা প্রত্যাশা ছিলো সে অনুযায়ী গ্যালারিতে ছিলোনা দর্শক। তবুও হাতেগোনা যে দর্শক ছিলো তারাই মাতিয়ে রেখেছে গ্যালারি। আর তা দ্বিগুণ হয়েছে ম্যাচের ৭ মিনিটে। যখন নাইজেরিয়ান স্ট্রাইকার রাফায়েলের গোলে লিড পায় শেখ রাসেল। এদিন মোহামেডানকে তেমন উজ্জীবিত মনে না হলেও, গোছানো খেলা খেলেছে শেখ রাসেল। তাইতো দ্বিতীয় গোলের দেখা পেয়েছে প্রথমার্ধ্বেই। ম্যাচের ৪২ মিনিটে আরেক নাইজেরিয়ান অ্যালিসনের গোলে ব্যবধান বাড়ায় সাইফুল বারী টিটুর দল। বিরতির পর ফিরে কিছুটা চাপ সৃষ্টির চেষ্টা করে মোহামেডান। কিন্তু রক্ষণভাগে অনড় ছিলো শেখ রাসেল। ফলে সাদা কালো জার্সীধারীদের কোন চেষ্টাই সফল হয়নি শেষপর্যন্ত। উল্টো ৮৬ মিনিটে উজবেকিস্তান ফরোয়ার্ড আজিজভ শেখ রাসেলের স্কোর গড়ে দেন ৩-০ তে। সেই সাথে জয় নিশ্চিত হয় শেখ রাসেল ক্রীড়া চক্রের। এদিকে, নোয়াখালীতে দিনের প্রথম ম্যাচে, ‌নবাগত নোফেল স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। যেখানে ম্যাচের ৪ মিনিটেই আইভরি কোস্টের ফরোয়ার্ড বালো ফামৌসার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। এক গোল খেয়ে নড়েচড়ে ওঠে নোফেল। মনোযোগ দেয় রক্ষণভাগে। অন্যদিকে গোলের চেষ্টা চালিয়ে যায় মুক্তিযোদ্ধা। কিন্তু প্রথমার্ধ্বে আর গোলের মুখ দেখেনি গ্যালারির দর্শক। বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে ফামৌসা নিজের জোড়া গোল পূরণ করার পাশাপাশি লিড দ্বিগুণ করেন লাল জার্সীধারীদের। আর শেষপর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কাইয়ুম বাহিনী। #TSports #Football #BPL2022

WATCH LIVE STREAMING

LIVE STREAMING
Live scores, stats and player details ››
00:0000:00







 LIVE Football Sheikh Russel vs Muktijoddha Sangsad







  

🔴Watch LIVE Sports For Free🔴









 LIVE Football Sheikh Russel vs Muktijoddha Sangsad







 LIVE Football Sheikh Russel vs Muktijoddha Sangsad





 LIVE Football Sheikh Russel vs Muktijoddha Sangsad








 LIVE Football Sheikh Russel vs Muktijoddha Sangsad







🔴Watch LIVE Sports For Free🔴






বিপিএল ফুটবলে জয় পেয়েছে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা সংসদ বিপিএল ফুটবলে সিলেটে দিনের হাইভোল্টেজ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ফলে টেবিলের ৩ নম্বরে উঠে এসেছে সাইফুল বারী টিটুর দল। এদিকে, নোয়াখালীতে আরেক ম্যাচে, বালো ফামৌসার জোড়া গোলে নবাগত নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ওয়েব ডেস্ক জমে উঠেছে ঢাকার বাইরের প্রিমিয়ার লিগের ম্যাচ। পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে ব্যস্ত দলগুলো। এবার সিলেটে সে লক্ষ্যেই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় শেখ রাসেল ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সিলেটে এদিন যতটা প্রত্যাশা ছিলো সে অনুযায়ী গ্যালারিতে ছিলোনা দর্শক। তবুও হাতেগোনা যে দর্শক ছিলো তারাই মাতিয়ে রেখেছে গ্যালারি। আর তা দ্বিগুণ হয়েছে ম্যাচের ৭ মিনিটে। যখন নাইজেরিয়ান স্ট্রাইকার রাফায়েলের গোলে লিড পায় শেখ রাসেল। এদিন মোহামেডানকে তেমন উজ্জীবিত মনে না হলেও, গোছানো খেলা খেলেছে শেখ রাসেল। তাইতো দ্বিতীয় গোলের দেখা পেয়েছে প্রথমার্ধ্বেই। ম্যাচের ৪২ মিনিটে আরেক নাইজেরিয়ান অ্যালিসনের গোলে ব্যবধান বাড়ায় সাইফুল বারী টিটুর দল। বিরতির পর ফিরে কিছুটা চাপ সৃষ্টির চেষ্টা করে মোহামেডান। কিন্তু রক্ষণভাগে অনড় ছিলো শেখ রাসেল। ফলে সাদা কালো জার্সীধারীদের কোন চেষ্টাই সফল হয়নি শেষপর্যন্ত। উল্টো ৮৬ মিনিটে উজবেকিস্তান ফরোয়ার্ড আজিজভ শেখ রাসেলের স্কোর গড়ে দেন ৩-০ তে। সেই সাথে জয় নিশ্চিত হয় শেখ রাসেল ক্রীড়া চক্রের। এদিকে, নোয়াখালীতে দিনের প্রথম ম্যাচে, ‌নবাগত নোফেল স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। যেখানে ম্যাচের ৪ মিনিটেই আইভরি কোস্টের ফরোয়ার্ড বালো ফামৌসার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। এক গোল খেয়ে নড়েচড়ে ওঠে নোফেল। মনোযোগ দেয় রক্ষণভাগে। অন্যদিকে গোলের চেষ্টা চালিয়ে যায় মুক্তিযোদ্ধা। কিন্তু প্রথমার্ধ্বে আর গোলের মুখ দেখেনি গ্যালারির দর্শক। বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে ফামৌসা নিজের জোড়া গোল পূরণ করার পাশাপাশি লিড দ্বিগুণ করেন লাল জার্সীধারীদের। আর শেষপর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কাইয়ুম বাহিনী। #TSports #Football #BPL2022 বিপিএল ফুটবলে জয় পেয়েছে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা সংসদ বিপিএল ফুটবলে সিলেটে দিনের হাইভোল্টেজ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ফলে টেবিলের ৩ নম্বরে উঠে এসেছে সাইফুল বারী টিটুর দল। এদিকে, নোয়াখালীতে আরেক ম্যাচে, বালো ফামৌসার জোড়া গোলে নবাগত নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ওয়েব ডেস্ক জমে উঠেছে ঢাকার বাইরের প্রিমিয়ার লিগের ম্যাচ। পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে ব্যস্ত দলগুলো। এবার সিলেটে সে লক্ষ্যেই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় শেখ রাসেল ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সিলেটে এদিন যতটা প্রত্যাশা ছিলো সে অনুযায়ী গ্যালারিতে ছিলোনা দর্শক। তবুও হাতেগোনা যে দর্শক ছিলো তারাই মাতিয়ে রেখেছে গ্যালারি। আর তা দ্বিগুণ হয়েছে ম্যাচের ৭ মিনিটে। যখন নাইজেরিয়ান স্ট্রাইকার রাফায়েলের গোলে লিড পায় শেখ রাসেল। এদিন মোহামেডানকে তেমন উজ্জীবিত মনে না হলেও, গোছানো খেলা খেলেছে শেখ রাসেল। তাইতো দ্বিতীয় গোলের দেখা পেয়েছে প্রথমার্ধ্বেই। ম্যাচের ৪২ মিনিটে আরেক নাইজেরিয়ান অ্যালিসনের গোলে ব্যবধান বাড়ায় সাইফুল বারী টিটুর দল। বিরতির পর ফিরে কিছুটা চাপ সৃষ্টির চেষ্টা করে মোহামেডান। কিন্তু রক্ষণভাগে অনড় ছিলো শেখ রাসেল। ফলে সাদা কালো জার্সীধারীদের কোন চেষ্টাই সফল হয়নি শেষপর্যন্ত। উল্টো ৮৬ মিনিটে উজবেকিস্তান ফরোয়ার্ড আজিজভ শেখ রাসেলের স্কোর গড়ে দেন ৩-০ তে। সেই সাথে জয় নিশ্চিত হয় শেখ রাসেল ক্রীড়া চক্রের। এদিকে, নোয়াখালীতে দিনের প্রথম ম্যাচে, ‌নবাগত নোফেল স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। যেখানে ম্যাচের ৪ মিনিটেই আইভরি কোস্টের ফরোয়ার্ড বালো ফামৌসার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। এক গোল খেয়ে নড়েচড়ে ওঠে নোফেল। মনোযোগ দেয় রক্ষণভাগে। অন্যদিকে গোলের চেষ্টা চালিয়ে যায় মুক্তিযোদ্ধা। কিন্তু প্রথমার্ধ্বে আর গোলের মুখ দেখেনি গ্যালারির দর্শক। বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে ফামৌসা নিজের জোড়া গোল পূরণ করার পাশাপাশি লিড দ্বিগুণ করেন লাল জার্সীধারীদের। আর শেষপর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কাইয়ুম বাহিনী।  #TSports #Football #BPL2022 Reviewed by Sporty on March 12, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.